ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

এএইচএফ কাপ হকি

শ্রীলঙ্কাকে হারিয়ে সেমির টিকিট কাটল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৫, ০৬:৫১ পিএম
ছবি: সংগৃহীত

এএইচএফ কাপ হকিতে গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে সেমিফাইনালে উঠল বাংলাদেশ। বুধবার (২৩ এপ্রিল) শ্রীলঙ্কাকে ৫-০ গোল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ হকি দল।

যদিও ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ‘গ্রুপ-বি’ থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে এ জয়ের মাধ্যমে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমির টিকিট কেটেছে দলটি।

এদিন লঙ্কানদের রক্ষণভাগ ভাঙতে বেশ বেগ পেতে হয় লাল-সবুজের প্রতিনিধিদের। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে আশরাফুল-মিমোদের অপেক্ষা করতে হয় ম্যাচের তৃতীয় কোয়ার্টার পর্যন্ত।

প্রথম কোয়ার্টারের প্রথম থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। তবে গোলের দেখা পায়নি আশরাফুল-মিমোরা।

দ্বিতীয় কোয়ার্টারে অবশ্য এগিয়ে যাওয়ার সুযোগ আসে আশরাফুলের কাছে। তবে সে সুযোগ নষ্ট করেন তিনি। ২০তম মিনিটে পেনাল্টি থেকে সরাসরি প্রতিপক্ষ গোলকিপারের গায়ে মারেন এ ফরোয়ার্ড।

ম্যাচের ৩৯তম মিনিটে ডেডলক ভাঙেন রাকিবুল হাসান। তার রিভার্স হিটে নেওয়া শট ঠেকাতে ব্যর্থ হন শ্রীলঙ্কান গোলরক্ষক।

এর দুই মিনিট পরে ব্যবধান দ্বিগুণ করেন রাকিবুল। এরপর ৪৩ মিনিটে ফজলে রাব্বীর জোরালো শট প্রথমে ঠেকিয়ে দেন শ্রীলঙ্কান গোলরক্ষক। তবে দ্বিতীয় চেষ্টায় ঠিকই তা জালে জড়ান রাব্বী।

চতুর্থ কোয়ার্টারে আরও দুই গোল করে বড় জয় তুলে নেয় বাংলাদেশ। ৪৯তম মিনিটে বাইলাইন থেকে মোহাম্মদ শুভর হিটের পর গোলমুখ থেকে নিখুঁত টোকায় আরশাদ হোসেন এবং পরের মিনিটে পেনাল্টি কর্নার থেকে নাঈম উদ্দিন জালের দেখা পান।

সেমিফাইনালে শুক্রবার পুল ‘এ’র রানার্সআপের মুখোমুখি হবে বাংলাদেশ।