অবশেষে বিবাহ বিচ্ছেদ হলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় শেখ মোরসালিনের। তার বিরুদ্ধে করা যৌতুকের মামলা প্রত্যাহার করেছেন স্ত্রী সেঁজুতি বিনতে সোহেল।
দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে জানিয়ে বুধবার (২৩ এপ্রিল) ঢাকার অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহের আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করেন সেঁজুতি। আদালত তা মঞ্জুর করেন।
এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী ইসফাকুর রহমান গালিব জানিয়েছেন, মোরসালিন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নক্ষত্র। দুই পক্ষের অনুরোধে সালিশি বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান হয়। আজ আদালতে উভয়পক্ষ হাজির হয়ে আপসনামা দাখিল করেন। আদালত সেঁজুতির দায়ের করা যৌতুক দাবির মামলা প্রত্যাহারের আবেদন গ্রহণ করেছেন।
৮ লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন মোরসালিন ও সেঁজুতি। দেনমোহরের ৮ লাখ টাকার মধ্যে আজ সেঁজুতিকে নগদ ৬ লাখ টাকা দেন মোরসালিন। ২ লাখ টাকার চেক দেওয়া হয়েছে, যা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নগদায়ন করবেন মর্মে আপসনামায় উল্লেখ করা হয়েছে।
যৌতুক দাবির অভিযোগে গত ২৬ ফেব্রুয়ারি শেখ মোরসালিনের বিরুদ্ধে আদালতে মামলা করেন সেঁজুতি বিনতে সোহেল।
মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালের ২৯ নভেম্বর শেখ মোরসালিনের সঙ্গে সেঁজুতি বিনতে সোহেলের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই ব্যক্তিগত গাড়ি কিনতে ২০ লাখ যৌতুক দেওয়ার জন্য চাপ দিতে থাকেন মোরসালিন। বিয়ের পর সেঁজুতি বুঝতে পারেন যে, মোরসালিন পরধনলোভী ও পরনারীতে আসক্ত।
আপনার মতামত লিখুন :