জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেট টেস্টে ৩ উইকেটে পরাজয়ের পর চট্টগ্রাম টেস্টে ঘুরে দাঁড়াতে চাইছে টাইগাররা।
সে লক্ষ্যে দলে আনা হয়েছে দুটি পরিবর্তন।
সিলেটের স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার নাহিদ রানা ও ব্যাটার জাকির হাসান। তাদের বদলে দলে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম এবং দীর্ঘদিন পর টেস্ট দলে ফেরা ব্যাটার এনামুল হক বিজয়।
এদিকে, সিলেটে প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর প্রশ্ন উঠেছিল টাইগারদের দল নির্বাচন ও পারফরম্যান্স নিয়ে। তাই চট্টগ্রাম টেস্টের আগে দলে ভারসাম্য আনার লক্ষ্যেই এ পরিবর্তন।
আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টটি শুরু হবে। দুই ম্যাচের সিরিজে জিম্বাবুয়ে ১-০ ব্যবধানে এগিয়ে থাকায় বাংলাদেশের সামনে এখন সমতা ফেরানোর চ্যালেঞ্জ।
বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান।
আপনার মতামত লিখুন :