স্প্যানিশ লা লিগায় শিরোপার লড়াই আবারও জমিয়ে দিল রিয়াল মাদ্রিদ। গেতাফেকে ১-০ গোলে হারিয়ে টেবিল টপার বার্সেলোনার সাথে পয়েন্ট ব্যবধান চারে নামিয়ে এসেছে লস ব্লাঙ্কোরা।
বুধবার (২৩ এপ্রিল) গেতাফের মাঠে আতিথ্য নেয় রিয়াল। যেখানে তরুণ তারকা আর্দা গুলারের একমাত্র গোলে জয় পেয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
আসন্ন কোপা দেল রের ফাইনালের আগে ছয় পরিবর্তন নিয়ে এদিন একাদশ সাজায় ডন কার্লো। লাল কার্ড নিষেধাজ্ঞার কারণে এদিন একাদশে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে। এ ছাড়া বেঞ্চে রাখা হয় জুড বেলিংহাম, রদ্রিগো, লুকা মদ্রিচ, অ্যান্তোনিও রুডিগার ও এদুয়ার্দো কামাভিঙ্গাকেও রাখা হয়নি একাদশে।
তবে শুরুর একাদশে জায়গা হয় তিন তরুণের- এন্ড্রিক, আর্দা গুলার ও ব্রাহিম দিয়াজ।
ম্যাচের ২১তম মিনিটে গুলারের জোরালো শট গেতাফের সোরিয়ার হাত ছুঁয়ে জালে জড়িয়ে যায়। এরপর প্রথমার্ধে একাধিক চেষ্টা করলেও গোলের দেখা পায়নি রিয়াল।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া চেষ্টা চালায় গেতাফে। তবে রিয়াল গোলরক্ষক কার্লো আনচেলত্তির দুর্দান্ত কিছু সেভে গোল বঞ্চিত থাকতে হয় স্বাগতিকদের।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় আর্দা গুলারের একমাত্র গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
এ জয়ে লিগের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে তাদের ব্যবধান চারে নামিয়ে এনেছে রিয়াল মাদ্রিদ। ৩৩ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। সমান ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিল টপার প্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা।
রিয়ালের এমন জয়ে সন্তুষ্ট কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আজকের লক্ষ্য ছিল তিন পয়েন্ট নিশ্চিত করা, আর সেটা আমরা করতে পেরেছি। প্রথমার্ধে দল দারুণ খেলেছে। তবে দ্বিতীয়ার্ধে একটু ভুগতে হয়েছে, কারণ গেতাফে তখন আমাদের ওপর বেশি চাপ সৃষ্টি করে। ফলে বলের নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন হয়ে পড়েছিল।’