ইতালিয়ান কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানের কাছে ৩-০ গোলে হেরেছে ইন্টার মিলান। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে হেরে শিরোপার মঞ্চ থেকে ছিটকে গেছে দলটি।
চলতি মৌসুমে সিরি-আ এবং চ্যাম্পিয়নস লিগের রেসে টিকে থাকলেও দেশের কাপ প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ায়, ট্রেবল স্বপ্ন শেষ হয়ে গেল ইন্টারের।
বুধবার (২৩ এপ্রিল) সান সিরোয় মুখোমুখি হয় দু’দল। ম্যাচে এসি মিলানের হয়ে জোড়া গোলের দেখা পান লুকা ইয়োভিচ। অন্য গোলটি করেন রেইনডার্স।
এদিন শুরু থেকেই ইন্টারের ওপর আধিপত্য বজায় রাখে এসি মিলান। তবে শুরু থেকে একের পর এক আক্রমণ করে গেলেও ইন্টারের রক্ষণভাগকে ফাঁকি দিতে ব্যর্থ হন এসি মিলানের ফরোয়ার্ডরা।
গোলের দেখা পেতে ‘দ্য ডেভিলদের’ অপেক্ষা করতে হয় ৩৬তম মিনিট পর্যন্ত। এ সময় দুর্দান্ত এক হেডে দলকে লিড এনে দেন ইয়োভিচ। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় এসি মিলান।
দ্বিতীয়ার্ধ থেকে ফিরে আবারও ইন্টারের জালে বল জড়ান ইয়োভিচ। কর্নার থেকে উড়ে আসা প্রথম সুযোগেই কাজে লাগান তিনি।
ইন্টারের কফিনে শেষ পেরেক ঠুকেন ডাচ মিডফিল্ডার রেইনডার্স। ৮৫তম মিনিটে ডি-বক্সে বাঁ দিক থেকে বাম পায়ের শটে ইন্টার গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
এদিকে এমন ভরাডুবির ধাক্কা কাটিয়ে ওঠার জন্য খুব বেশি সময়ও পাচ্ছে না ইন্টার মিলান। আগামী রোববার সিরি-আর ম্যাচে রোমার বিপক্ষে মাঠে নামবে ইন্টার। এর তিন দিন পর, আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের প্রথম লেগে খেলবে বার্সেলোনার বিপক্ষে।
আপনার মতামত লিখুন :