ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ এবং বিজেপির সাবেক সংসদ সদস্য গৌতম গম্ভীরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ‘আইএসআইএস কাশ্মীর’ নামে একটি সংগঠন ভারতের বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারকে মেরে ফেলার হুমকি দিয়েছে।
জানা যায়, গম্ভীরকে হুমকি দিয়ে দুটি মেইল বার্তা পাঠানো হয়। দুটি বার্তাতেই ‘আমি তোমাকে খুন করব’—এই কথা লেখা ছিল।
হুমকি পাওয়ার পরই রাজধানী দিল্লির রাজিন্দরনগর পুলিশ স্টেশন ও ডিসিপি সেন্ট্রাল দিল্লিকে জানিয়েছেন গম্ভীর। অভিযোগটি এফআইআর হিসেবে নিতেও অনুরোধ করেন এই সাবেক ক্রিকেটার।
এদিকে গম্ভীরের অভিযোগ পেয়েই দ্রুত তদন্ত শুরু করেছে পুলিশ। কোথা থেকে ওই ই-মেইল এসেছে, কারা তা পাঠিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ছাড়াও গম্ভীর এবং তাঁর পরিবারের নিরাপত্তা বাড়ানো হবে বলেও জানা গেছে। তবে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানায়নি পুলিশ।
এর আগে ২০২১ সালেও খুনের হুমকি পেয়েছিলেন গম্ভীর। তখন তিনি সংসদ সদস্য ছিলেন। সেই ঘটনার পরেও থানায় অভিযোগ জানিয়েছিলেন গম্ভীর।
উল্লেখ্য, সম্প্রতি কাশ্মীরের পাহেলগাওয়ে ঘটে যাওয়া ন্যক্কারজনক জঙ্গি হামলার প্রতিবাদ করেছেন গৌতম গম্ভীর। এ ঘটনার নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছিলেন, ‘মৃতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। যারা এই কাজের জন্য দায়ী তাদের মূল্য চোকাতেই হবে। ভারত পাল্টা আঘাত হানবেই।’