ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

পাহেলগাও হামলার প্রভাব ক্রীড়াঙ্গনে, স্থগিত সাফ অ্যাথলেটিক্স

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫, ০৩:৪০ পিএম
ছবি: সংগৃহীত

আগামী মে মাসে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সাফ অ্যাথলেটিক্স প্রতিযোগিতার। তবে বেশকিছু জটিলতায় স্থগিত করা হলো এই টুর্নামেন্টটি। 

জানা যায়, মে’র পরিবর্তে আগামী জুনের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে এই টুর্নামেন্টটি মাঠে গড়াতে পারে। কিন্তু ঠিক কি কারণে এই প্রতিযোগিতা স্থগিত করা হয়েছে তা জানা যায়নি।

সংশ্লিষ্টরা বলছে, পাকিস্তানের ক্রীড়াবিদদের ভিসা দিতে ক্রমাগত দেরি হওয়ার কারণে এটি স্থগিত করা হয়েছে। পাকিস্তানের তরফে ৪৩ জন ক্রীড়াবিদের তালিকা পাঠানো হয়েছিল। সেখানে প্যারিস অলিম্পিক্সে সোনাজয়ী আর্শাদ নাদিমের নামও ছিল।

সম্প্রতি কাশ্মীরের পাহেলগাওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের নাগরিকদের জন্য ‘এসভিইএস’ ভিসা বন্ধ করে দিয়েছে ভারত সরকার। এমন পরিস্থিতিতে পাকিস্তানের ক্রীড়াবিদেরা আদৌ ভারতের ভিসা পাবেন কি না তা নিয়ে জল্পনা আছে।