আগামী শনিবার রাতে কোপা দেল রে’র ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। মহাগুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে জোড়া দুঃসংবাদ সঙ্গী হয়েছে রিয়ালের।
চলতি মৌসুমের শুরু থেকেই ইনজুরিতে জর্জরিত রিয়াল শিবির। বিশেষ করে দলের রক্ষণভাগের খেলোয়াড়দের ইনজুরির কারণে পুরো মৌসুম ভুগিয়েছে কার্লো আনচেলত্তিকে।
এমন পরিস্থিতিতে দুই খেলোয়াড়ের ইনজুরিতে চিন্তার ভাঁজ পড়েছে ডন কার্লোর কপালে। গতকাল রাতে গেতাফের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে চোটে পড়েছেন রিয়ালের রক্ষণভাগের অন্যতম ভরসা ডেভিড আলাবা।
এ ছাড়াও অস্ট্রিয়ান এই সেন্টারব্যাকের বদলি হিসেবে নামা কামাভিঙ্গাও ম্যাচের ৮৫ মিনিটে গেতাফে মিডফিল্ডার লুইস মিলারের চ্যালেঞ্জের মুখে পড়ে কুঁচকিতে চোট পান।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, কামাভিঙ্গা মাঠে থাকতে চাইলেও তীব্র ব্যথার কারণে তিনি বাধ্য হন মাঠ ছাড়তে।
গেতাফের বিপক্ষে জয়ের পর রিয়াল কোচ কার্লো আনচেলত্তি দু’জনের চোট নিয়ে বলেন, ‘আগামীকাল কী হয় আমরা দেখব। আমার মনে হয় দু’জনেই মাংসপেশির ব্যথায় ভুগছে। শনিবার খেলাটা তাই তাদের জন্য অবশ্যই কঠিন হবে।’
প্রসঙ্গত, এই দুই ডিফেন্ডারের ইনজুরির ফলে বার্সার বিপক্ষে ফাইনালে রক্ষণভাগ নিয়ে নতুন করে ভাবতে হবে রিয়াল কোচকে। এ ক্ষেত্রে কার্লো ভরসা হতে পারেন ১৭ বছর বয়সী তরুণ ফ্রান গার্সিয়া। তবে বার্সা ফরোয়ার্ড লামিল ইয়ামালকে থামাতে তিনি কতটা সফল হবেন সেটিই দেখার বিষয়।
আপনার মতামত লিখুন :