ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

যে কারণে দলে ফেরানো হলো বিজয়কে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫, ০৬:০৭ পিএম
এনামুল হক বিজয়। ছবি: সংগৃহীত

দীর্ঘ ৩ বছর পর বাংলাদেশের টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে এ ব্যাটারকে।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্মারদের একজন বিজয়। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ ছন্দে আছেন এই উইকেট কিপার ব্যাটার। এ ছাড়া ঘরোয়া চার দিনের ম্যাচেও রান পেয়েছেন বিজয়, ভালো করেছেন বিপিএলেও।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন বিজয়। দীর্ঘদিন পর জাতীয় দলের দরজা খুলেছে এ ক্রিকেটারের জন্য।

এ নিয়ে জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু গণমাধ্যমকে জানিয়েছেন, ‘প্রথম টেস্টে ওপেনাররা ব্যর্থ হওয়ায় একটা সুযোগ তৈরি হয়েছে। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটের সব সংস্করণেই বিজয় ছন্দে আছে। আমরা তো এমনিতে ফর্মের সংকটে ভুগি। ফর্মে থাকা কাউকে সেভাবে পাই না। এবার কিছু ক্রিকেটার ব্যতিক্রম।’

লিপু আরও বলেন, ‘বিজয় এখন খুব আত্মবিশ্বাস নিয়ে খেলছে। টেস্ট ওপেনারের মাঝে যে টেম্পারমেন্ট দেখতে চাই, সেটিও তার মাঝে দেখছি। এ সিরিজ শেষে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষেও তাকে খেলার সুযোগ দেব। অনেক দিন সে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। শক্তিশালী কোনো প্রতিপক্ষের সঙ্গে খেলেনি। তাকে দলে ফেরানোর ক্ষেত্রে এটিও একটি কারণ।’

এদিকে, প্রথম টেস্টে দলের সঙ্গে থাকা জাকির হাসানকে নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘জাকিরকেও নিউজিল্যান্ড ‘এ’ দলের সঙ্গে দেখা যাবে। কয়টা ম্যাচ খেলার সুযোগ দেব, সেটা এখন না-ই বললাম। জাতীয় দলের একজন ক্রিকেটার বের হয়ে গেলে সুযোগ পাওয়া উচিত আমরা মনে করি, যদি না তার অনেক বেশি ঘাটতি থাকে।’

উল্লেখ্য, আগামী মে মাসের শুরুতে তিনটি ওয়ানডে এবং দু’টি চার দিনের ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ‘এ’ দল। ১ মে বাংলাদেশে পা রাখবে কিউইরা। ৫ মে সিলেটে মাঠে গড়াবে প্রথম এক দিনের ম্যাচ।

এদিকে, আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে গড়াবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে জিম্বাবুয়ে।

একনজরে চট্টগ্রাম টেস্টের বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব।