সম্প্রতি কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনার পেছনে পাকিস্তানি জঙ্গি সংগঠনের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এরই প্রেক্ষিতে ভারতে বন্ধ ঘোষণা করা হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্প্রচার।
ভারতের জনপ্রিয় স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ফ্যানকোড’ এক বিবৃতিতে জানিয়েছে, তারা আর চলমান পিএসএলের কোনো ম্যাচ দেখাবে না। ২৪ এপ্রিল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।
এ সিদ্ধান্তে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এ সিদ্ধান্ত নিয়ে নানা ধরনের মতপ্রকাশ করেছেন দুই দেশের ক্রিকেটপ্রেমীরা। অনেকে ক্রীড়াকে রাজনীতি থেকে আলাদা রাখার আহ্বান জানিয়েছেন।
এদিকে, ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে, পাকিস্তানের বিপক্ষে তারা কোনো দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করবে না।
বিসিসিআই’র সহসভাপতি রাজীব শুক্লা বলেছেন, ‘আমরা ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানাচ্ছি। সরকারের নীতিমালার সঙ্গে আমাদের অবস্থান। পাকিস্তানের সঙ্গে আমরা অতীতে যেমন দ্বিপাক্ষিক সিরিজ খেলিনি, ভবিষ্যতেও খেলব না।’
উল্লেখ্য, ২০০৮ সালের মুম্বাই হামলার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট কার্যত বন্ধ রয়েছে। যদিও আইসিসির আন্তর্জাতিক টুর্নামেন্টে দুই দলকে মুখোমুখি হতে দেখা যায়।
আপনার মতামত লিখুন :