এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামী জুনে ঘরের মাঠে সিঙ্গাপুরকে আতিথ্য দেবে বাংলাদেশ। এ ম্যাচের মধ্য দিয়ে দেশের মাটিতে প্রথমবারের মতো লাল-সবুজ জার্সি গায়ে জড়াবেন হামজা চৌধুরী।
স্বাভাবিকভাবেই ম্যাচটি ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের আগ্রহের কমতি নেই।
হামজা ছাড়াও এ ম্যাচে বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে পারেন কানাডা প্রবাসী সামিত সোম, ইতালির সিরি ডি’তে খেলা ফাহামিদুল ইসলাম, সান্ডারল্যান্ডে খেলা কিউবা মিচেল।
এমন পরিস্থিতিতে ম্যাচটি ঘিরে নানা উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ নিয়ে সংস্থাটির সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘সমর্থকদের মাঠে ফেরাতে চাই আমরা। সমর্থকরা যেন মাঠে এসে খেলা দেখতে পারেন, এ জন্য স্টেডিয়ামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি।’
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের টিকিট অনলাইনে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে বাফুফে সভাপতি বলেন, ‘আমরা অনলাইনে টিকেট বিক্রি করব। টিকেটের দাম কত হবে, সেটা মার্কেটিং কমিটি ও ফেডারেশনের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত হবে।’
‘পরবর্তীকালে ফেডারেশনই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে। এ ছাড়া সমর্থকদের জন্য ফ্যান জোন করা হবে, যেখানে বসেও তারা খেলা উপভোগ করতে পারবেন।’
উল্লেখ্য, জাতীয় স্টেডিয়ামে বর্তমানে দর্শক ধারণক্ষমতা কাগজে-কলমে ৩৬ হাজার। তবে বাস্তবে আসন সংখ্যা আরও কম। আসন বিন্যাস ও টিকেটের দামের বিষয়টি তাই এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তাবিথ আওয়াল।
তবে সাধারণ গ্যালারির জন্য ‘১৮ হাজার ৩শ’ টিকিট বিক্রির এবং স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানসম্পন্ন করার ভাবনা নিয়ে এগোচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘সমর্থকরা যেন খুশি হয়ে মাঠে ফিরে আসে, এটাই আমাদের মূল লক্ষ্য। বিষয়গুলো নিয়ে সামনে আমরা আবার বসব, বাংলাদেশের জাতীয় স্টেডিয়াম যেন জাতীয় স্টেডিয়ামের মতো হয়, দেশের বাইরের স্টেডিয়ামের মতো মানসম্পন্ন হয় আমাদের জাতীয় স্টেডিয়ামও, এটা নিয়েই আমাদের আলোচনা ছিল।’
আপনার মতামত লিখুন :