সম্প্রতি কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনার পেছনে পাকিস্তানি জঙ্গি সংগঠনের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এ ন্যক্কারজনক ঘটনায় বিশ্বজুড়ে চলছে নিন্দার ঝড়। এ ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক উত্তেজনা চরম আকার ধারণ করেছে।
এমন পরিস্থিতির মধ্যেই এবার বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার দানিশ কানেরিয়া। আর এ ঘটনায় তিনি আঙুল তুলেছেন স্বদেশি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দিকে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক টুইটে সাবেক এ ক্রিকেটার বলেন, যদি পেহেলগামের সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের ভূমিকা না থাকে, তবে কেন প্রধানমন্ত্রী নিন্দা জানাচ্ছে না?’
যদিও পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজে বিষয়টি নিয়ে মুখ না খুললেও দেশটির প্রতিরক্ষামন্ত্রী এ সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
সাবেক পাক ক্রিকেটার কানেরিয়া আরও বলেন, ‘কেন পেহেলগামের ঘটনার পর দেশজুড়ে বিভিন্ন বাহিনীর মধ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে? কারণটা গভীরে রয়েছে, তোমরা সত্যিটা জানো। তোমরা জঙ্গিদের আশ্রয় দাও এবং তাদের লালন করছ। সে জন্য তোমাদের জন্য সত্যিই লজ্জা হয়।’
তিনি আরও লিখেছেন, ‘পাকিস্তানের জার্সি আমি গর্বের সঙ্গে গায়ে জড়িয়েছিলাম। আমার ঘাম ও রক্ত দিয়েছি ক্রিকেট মাঠে। কিন্তু পেহেলগামের ভুক্তভোগীদের মতোই আমিও ভিন্নরকম আচরণ পেয়েছি– লক্ষ্যবস্তু করা হয়েছে কেবল হিন্দু বলে। যারা সন্ত্রাসবাদকে সঠিক প্রমাণ করতে চায় তাদের জন্য লজ্জা। আমি সত্যের সঙ্গেই আছি, মানবতার পক্ষে আছি। আশা করি, পাকিস্তানের সব মানুষ একই কাজ করবে। তাদের ভুল পথে চালিত করবেন না। শয়তানের পক্ষে থাকবেন না।’
উল্লেখ্য, পাকিস্তান জাতীয় ক্রিকেটের ইতিহাসে জাতীয় দলে কেবল দু’জন হিন্দু ক্রিকেটার খেলেছেন। তাদের মধ্যে দানিশ কানেরিয়া একজন। পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম ও ইউনুস খানদের সতীর্থ ছিলেন এই স্পিনার।
ক্যারিয়ারে পাকিস্তানের সাদা জার্সির অন্যতম সদস্য হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন কানেরিয়া। ৬১ টেস্টে ২৬১টি উইকেট শিকার করেছেন তিনি। এ ছাড়া ১৮টি ওয়ানডেতে ১৫ উইকেট নিয়েছেন এ ক্রিকেটার।
এদিকে, কানেরিয়ার সেই টুইটের নিন্দা জানিয়ে পাকিস্তানের এক সংবাদকর্মী লেখেন, ‘আমি পাকিস্তান কিংবা এখানকার মানুষের বিপক্ষে কথা বলছি না। সন্ত্রাসবাদের কারণে পাকিস্তানই সবচেয়ে বেশি ভুগছে। এমন নেতা প্রাপ্য, যারা শান্তির জন্য তাদের পাশে দাঁড়াবে, সন্ত্রাসীদের পক্ষে নয় কিংবা তারা যখন নিষ্পাপ মানুষকে হত্যা করে, তখন নীরব থাকবে না।’
আপনার মতামত লিখুন :