ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

ভ্যাঙ্কুভারের কাছে বিধ্বস্ত মায়ামি

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ১২:৫১ পিএম
মেসি ও সুয়ারেজের হতাশা ।। ছবি: সংগৃহীত

কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালের প্রথম লেগে ভ্যাঙ্কুভারের কাছে ২-০ গোলে হেরেছে ইন্টার মায়ামি। আর এ হারের ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার শঙ্কা জেগেছে মেসিদের।

আজ শুক্রবার (২৫ এপ্রিল) ভ্যাঙ্কুবারের মাঠে আতিথ্য নেয় মেসিরা। এদিন অনেকটাই নিষ্প্রভ ছিলেন লিওনেল মেসি। সুবিধা করতে পারেননি লুইস সুয়ারেজরাও। পুরো ম্যাচে গোল অভিমুখে মাত্র ২টি শট নিয়েছে তারা।

এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ আসে ভ্যাঙ্কুভারের। তবে গোলরক্ষক অস্কার উস্তারির দৃঢ়তায় বেঁচে যায় ফ্লোরিডার ক্লাবটি। এরপর ম্যাচের ১৭তম মিনিটে আরও একবার এগিয়ে যাওয়ার সুযোগ পায় ভ্যাঙ্কুভার। তবে তা কাজে লাগাতে পারেনি তারা।

এর মিনিট দুয়েক পর বল নিয়ে দারুণভাবে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে পড়েন লিওনেল মেসি। তবে শেষ পর্যন্ত বল জালে জড়াতে ব্যর্থ হন এই তারকা।

ভ্যাঙ্কুভার তাদের প্রথম গোলটি পেয়ে যায় ম্যাচের ২৪তম মিনিটে। পেদ্রো ভিতের দুর্দান্ত এক ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন এই মার্কিন স্ট্রাইকার ব্রায়ান হোয়াইট।

পিছিয়ে পড়ে গোল করতে মরিয়া হয়ে ওঠে মেসিরা। তবে তারা ব্যর্থ হন। ম্যাচের ২৯ ও ৩৬তম মিনিটে দুটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি মেসি। এতে ১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় অতিথিরা।

বিরতির পর আক্রমণ-পাল্টা আক্রমণে আবারও জমে ওঠে ম্যাচ। তবে দুই দলই ব্যর্থ হয়। বিশেষ করে লিওনেল মেসির কাছে বেশ কয়েকবার সুযোগ আসে দলকে সমতায় ফেরানোর। তবে দিনটি তার ছিল না। ফলে গোলের আর দেখা পাননি তিনি।

ম্যাচের শেষদিকে ব্যবধান দ্বিগুণ করে ভ্যাঙ্কুভার। ৮৬তম মিনিটে দারুণ এক আক্রমণ থেকে দলকে দ্বিতীয় গোল এনে দেন সেবাস্তিয়ান বেরহাল্টার।

আগামী ১ মে মায়ামির মাঠ চেজ স্টেডিয়ামে দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে দুই দল।