বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ক্রিকেটাররা।
শুক্রবার (২৫ এপ্রিল) এ সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ অন্যান্য ক্রিকেটাররা।
চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আম্পায়ারের সাথে তর্কে জড়িয়ে ২ ম্যাচের নিষেধাজ্ঞা পান তাওহীদ হৃদয়। তবে পরবর্তীতে টেকনিক্যাল কমিটিকে টপকে এই নিষেধাজ্ঞা কমায় বিসিবি।
এতে ক্ষুব্ধ হয়ে টেকনিক্যাল কমিটির প্রধানের পদ ছাড়েন সাবেক ক্রিকেটার ও আম্পায়ার এনামুল হক মনি। এছাড়া আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকতও বিসিবির চাকরি ছাড়েন বলে গুঞ্জন ওঠে।
পরবর্তীতে তীব্র সমালোচনার মুখে তাওহীদ হৃদয়ের শাস্তি পুনর্বহাল করেন ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) কনভেইনর নাজমুল আবেদিন ফাহিম। আগামী শনিবার (২৬ এপ্রিল) গাজী গ্রুপের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নিষিদ্ধ থাকবেন মোহামেডান অধিনায়ক হৃদয়।