পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আবারও হারলো রিশাদ হোসেনের লাহোর কালান্দার্স। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পেশোয়ার জালমির কাছে ৭ উইকেটে হেরেছে দলটি। এদিন বল হাতে কিছুটা নিষ্প্রভ ছিলেন রিশাদ।
লাহোরের জন্য দিনটি মোটেই সুখকর ছিল না। গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় দলটি। মাত্র ৪৪ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলে তারা।
রিশাদ ব্যাট হাতে করেন ১৩ বলে ১৩ রান। শেষ দিকে সিকান্দার রাজার হাফ সেঞ্চুরিতে সম্মান রক্ষা হয় লাহোরের।
শেষ পর্যন্ত রাজার ৩৭ বলে ৫২ রানে ভর করে ১৯.২ ওভারে ১২৯ সংগ্রহ করে লাহোর। পেশোয়ারের হয়ে আলজারি জোসেফ ৩টি এবং হুসাইন তালাত ও লুক উড নেন ২টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে পেশোয়ার শুরু থেকেই নিয়ন্ত্রিত ব্যাটিং করে। নবম ওভারে প্রথমবার বল করতে আসেন রিশাদ, দেন ৭ রান। পরে ১১তম ওভারে আবার বল করতে এসে দেন ১১ রান, তবে উইকেট অধরাই থেকে যায়। এরপর তাকে আর বল হাতে নেওয়া হয়নি।
পেশোয়ারের অধিনায়ক বাবর আজম ৪২ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন এবং দলকে জয়ের পথে নিয়ে যান। এছাড়া মোহাম্মদ হারিস করেন ১৬ বলে ২০ রান। শেষদিকে হুসাইন তালাতের অপরাজিত ৩৭ বলে ৫১ রানের বদৌলতে ২০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পেশোয়ার।
লাহোরের পক্ষে শাহীন আফ্রিদি ২টি এবং হারিস রউফ ১টি উইকেট শিকার করেন। রিশাদ ২ ওভারে ১৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন।
আপনার মতামত লিখুন :