ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ০৩:০৯ পিএম
বিসিবি সভাপতি ফারুক আহমেদ ।। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিলেন ক্রিকেটাররা। এ নিয়ে আজ শুক্রবার (২৫ এপ্রিল) সকাল থেকেই মিরপুর শের-ই-বাংলায় আজ সকাল থেকেই ক্রিকেটারদের আনাগোনা দেখা যায়।

সকালে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, মাহমুদউল্লাহসহ বেশ কয়েকজন ক্রিকেটার একাডেমি ভবনে আলোচনায় বসেন। যা চলে দীর্ঘক্ষণ। এরপর জুমার নামাজের বিরতির পর ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

সেখানে বিসিবি সভাপতির পাশাপাশি থাকবেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুও।

প্রসঙ্গত, ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আম্পায়ারের সাথে তাওহীদ হৃদয়ের সাথে ঘটে যাওয়ার অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে বেশ সরব দেশের ক্রিকেট অঙ্গন। গুঞ্জন আছে, বিষয়টি নিয়ে এবার গণমাধ্যমের মুখোমুখি হবেন তামিম ইকবাল।