ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। তবে এই দুই দলের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। ক্রিকেট মাঠে এই দুই দলের দ্রুপদী লড়াই দেখা যায় কেবল আইসিসি টুর্নামেন্টেই। তবে কাশ্মীরের পাহেলগাওয়ে জঙ্গি হামলার পর বিশ্বকাপেও ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গেল।
জানা যায়, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে এরই মধ্যে আইসিসির কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। যেখানে বিসিসিআই বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে ভারতকে একই গ্রুপে না রাখার অনুরোধ জানায়।
আইসিসি ছাড়াও এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে বিসিসিআই চিঠি দিতে পারে বলে জানা গেছে।
বিসিসিআই-এর সহ-সভাপতি রাজীব শুক্লা এক ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘কেন্দ্রের পরামর্শ মেনে কাজ করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। কেন্দ্রের নির্দেশেই পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ। এ বার আইসিসির প্রতিযোগিতায় ভারত পাকিস্তানের সঙ্গে খেলবে কি না সেটা আইসিসির উপরেই নির্ভর করবে। এখন পরিস্থিতি কী সেটা আইসিসি ভাল করেই জানে।’
উল্লেখ্য, ২০১২ সালে থেকে বন্ধ রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ। এরপর থেকে শুধুমাত্র এশিয়া কাপ কিংবা আইসিসির টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে এই দুই দল।