কোপা দেল রে’র ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। আর এ ম্যাচের আগে বড় সুসংবাদ পেল দলটি। ইনজুরি কাটিয়ে দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন অধিনায়ক মার্ক-আন্দ্রে টের স্টেগান।
তবে স্টেগান দলে ফিরলেও এ ম্যাচে ছিটকে গেছেন দলের অন্যতম স্ট্রাইকার রাবর্ট লেভান্ডভস্কি।
এক বিবৃতিতে স্প্যানিশ ক্লাবটি জানায়, রবার্ট লেভান্ডভস্কির বাঁ পায়ের উরুর পিছনের অংশে সেমিটেনডিনোসাস পেশিতে চোট লেগেছে। দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
অন্যদিকে, প্রত্যাবর্তন ঘটেছে দলের অধিনায়ক ও গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগানের। ছয় মাস পর হাঁটুর অস্ত্রোপচার ও দীর্ঘ পুনর্বাসনের পর তিনি আবার স্কোয়াডে ফিরেছেন। এর আগে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি।
এদিকে, লেভান্ডভস্কির অনুপস্থিতিতে ফাইনালে বার্সেলোনার আক্রমণভাগ সামলানোর দায়িত্ব থাকবে ফেরান তোরেস, লামিন ইয়ামাল এবং রাফিনিয়াদের কাঁধে।
চোটের কারণে লেভান্ডভস্কির পাশাপাশি দলের বাইরে রয়েছেন আলেহান্দ্রো বালদে, মার্ক বের্নাল ও মার্ক কাসাদো।
রিয়ালের বিপক্ষে বার্সা স্কোয়াড
টের স্টেগান, পাউ কুবারসি, রোনাল্ড আরাউহো, ইনিগো মার্তিনেজ, গাভি, ফেরান তরেস, পেদ্রি গনজালেস, আনসু ফাতি, রাফিনিয়া, ইনিয়াকি পেনা, পাবলো তোর্রে, আন্দ্রেস ক্রিস্টেনসেন, ফেরমিন লোপেজ, পাও ভিক্তর, লামিন ইয়ামাল, দানি অলমো, ফ্রেঙ্কি ডি ইয়ং, জুলস কুন্দে, এরিক গার্সিয়া, ভয়চেখ শেযনি, হেক্তর ফর্ত ও জেরার্দ মার্তিন।
আপনার মতামত লিখুন :