ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শুক্রবার (২৫ এপ্রিল) মাঠে নামবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদ। চেন্নাইয়ের ঘরের মাঠ এমএ চিদাম্বরমম স্টেডিয়ামে এ ম্যাচে ইতিহাস গড়তে চলেছেন চেন্নাইয়ের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি।
এ ম্যাচে নিজের ৪০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছেন ৪৩ বছর বয়সী এই তারকা।
আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে পাঁচটি শিরোপা জিতেছেন ধোনি। বয়স ৪৩-এর কোটা পার করলেও এখনো চেন্নাইয়ের জার্সিতে নিয়মিত এ ক্রিকেটার।
মূলত নেতৃত্বগুণ এবং ধারাবাহিক পারফরম্যান্সের কারণেই দলের অবিচ্ছেদ্য অংশ তিনি।
আইপিএলের চলতি মৌসুমে পয়েন্ট টেবিলের তলানিতে আছে চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টে ৮টি ম্যাচ খেলে মাত্র ২টিতে জিতেছে দলটি। ফলে হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচটি চেন্নাইয়ের জন্য বাঁচা-মরার লড়াই।
হায়দ্রাবাদের অবস্থা একই রকম। চেন্নাইয়ের সমান ম্যাচ খেলে দলটিও পেয়েছে মাত্র ২টি জয়। ফলে প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে তাদেরও ম্যাচ জেতার বিকল্প নেই।
এদিকে, শুরু থেকে ছন্দে না থাকলেও প্রত্যাবর্তনের জন্য মরিয়া চেন্নাই সুপার কিংস। ধোনির ৪০০তম ম্যাচে যদি জয় আসে, তাহলে সেটা হতে পারে তাদের জন্য শেষ সময়ে ঘুরে দাঁড়ানোর প্রেরণা।