ঢাকা শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

ম্যাচসেরার পুরস্কার ভেড়ার বাচ্চা!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ০৬:০৭ পিএম
ম্যাচসেরার পুরস্কারের ভেড়া হাতে ক্রাইগার। ছবি: সংগৃহীত

প্রায়ই দেখা যায়, বিভিন্ন দেশের ক্লাবগুলো ম্যাচসেরার পুরস্কার হিসেবে খেলোয়াড়দের হাতে অদ্ভুত সব পুরস্কার তুলে দেয়। এবার এমনই এক অদ্ভুত কাণ্ড করে বসল নরওয়ের ফুটবল ক্লাব ব্রাইন এফকে।

গত মাসে ম্যাচসেরার পুরস্কার হিসেবে ক্লাবটি খেলোয়াড়দের হাতে তুলে দিয়েছিল ডিম, কয়েক কার্টন দুধ। এবার ম্যাচসেরার পুরস্কার হিসেবে খেলোয়াড়ের হাতে জীবন্ত ভেড়ার বাচ্চা তুলে দিল।

এমনটা ঘটেছে নরওয়ের শীর্ষ লিগ এলিটসেরিয়েনের ম্যাচে। এদিন হেগসুন্দের বিরুদ্ধে ব্রাইন এফকের ৩-১ গোলের জয় পায়। এ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন ব্রাইন এফকের ডিফেন্সিভ মিডফিল্ডার ক্রাইগার। ম্যাচে গোল করে তিনি জিতে নিয়েছিলেন ম্যাচসেরার পুরস্কার।

ম্যাচসেরার পুরস্কার হিসেবে তার হাতে তুলে দেওয়া হয় একটি সাদা ভেড়ার বাচ্চা। ক্রাইগার ভেড়াটি কোলে নিয়ে মাঠে ছবি তুললে তা ব্রাইন এফকে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে, যা দ্রুত ছড়িয়ে পড়ে। বিষয়টি ফুটবল বিশ্বে আলোচনার জন্ম দেয়।

এমন অদ্ভুত কাণ্ডের পর ব্রাইন এফকে কর্তৃপক্ষ জানায়, তাদের উদ্দেশ্য হলো ম্যাচসেরা খেলোয়াড়কে এমন একটি স্মৃতি উপহার দেওয়া, যা তিনি জীবনভর মনে রাখবেন।

এ ছাড়া, এ উদ্যোগ ক্লাবটির একটি অনন্য পরিচিতি গড়তে সাহায্য করবে বলে জানায় তারা। তাদের মতে, এ ধরনের অদ্ভুত পুরস্কার সহজেই মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করবে, যা ক্লাবের পরিচিতি বাড়াবে।

ক্লাব কর্তৃপক্ষ আরও জানায়, ক্রাইগারের পাওয়া ভেড়াটিকে আপাতত স্থানীয় খামারে ফেরত পাঠানো হবে। গ্রীষ্মকালজুড়ে ভেড়াটি রাইফিলকের মনোরম চারণভূমিতে বিচরণ করবে এবং মাঝে মাঝে ব্রাইন স্টেডিয়ামে দর্শকদের দেখানোর জন্য ভেড়াটিকে আনা হবে।

উল্লেখ্য, ম্যানচেস্টার সিটির তারকা ফরোয়ার্ড আর্লিং হল্যান্ডের শৈশবের ক্লাব হিসেবে বেশ পরিচিত ব্রাইন এফকে।