বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বেশ কয়েকজন ক্রিকেটার।
এর আগে আজ শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে মিরপুরের একাডেমি ভবনে নিজেদের মধ্যে আলোচনার পর তামিমের নেতৃত্বে ক্রিকেটাররা বিসিবি কার্যালয়ে আলোচনায় বসেন বোর্ড সভাপতি ফারুক আহমেদের সঙ্গে।
সেখানে আরও উপস্থিত ছিলেন, বিসিবির দুই পরিচালক ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ও আম্পায়ার্স এবং মিডিয়া কমিটির প্রধান ইফতেখার রহমান।
বৈঠক শেষে তামিম ইকবল সাংবাদিকদের বলেন, ‘তাওহিদ হৃদয়ের শাস্তি হয়ে গেছে। কিন্তু আমরা শুনেছি কাল তাকে আবার এক ম্যাচের জন্য বহিষ্কার করা হয়েছে। এটা কোন নিয়মে আমাদের জানা নেই। এটা হাস্যকর। বিসিবি তাকে খেলতে দিয়েছে, আবার কীভাবে শাস্তি দেয়!’
এদিকে, সম্প্রতি গণমাধ্যমে ‘বিপিএলে ফিক্সিং করেছেন’ এমন অভিযোগ ওঠে বেশ কয়েক জন ক্রিকেটারের বিরুদ্ধে।
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তামিম বলেন, ‘বিপিএলেও একটা ঘটনা ঘটেছে। বিসিবির ভেতর থেকে ১০ জনের নাম ফাঁস হয়েছে। ১০ জনের ছবি দিয়েছে বিভিন্ন মিডিয়াতে। ওখান থেকে কেউ যদি দোষী হয়, আমরা সব ক্রিকেটার চাই ওর শাস্তি হোক। কিন্তু এখান থেকে যদি ২ জন বা ৮ জন নির্দোষ হয়? এভাবে নাম প্রকাশ করা ক্রিকেটারদের অসম্মান। বিষয়গুলো নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম।’