ঢাকা রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

কাই হাভার্টজের গোলে জিতল আর্সেনাল

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৪, ০৯:৫৬ এএম

কাই হাভার্টজের গোলে জিতল আর্সেনাল

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে কাই হাভার্টজের একমাত্র গোলে ইপসউইচ টাউনকে হারিয়েছে আর্সেনাল। শুক্রবার দিবাগত রাতে এমিরেটস স্টেডিয়ামে এ জয় পায় গানার’রা।

এদিন খেলার শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে আর্সেনাল। শুরু থেকেই আক্রমণাত্মক খেলা সফরকারীদের নড়বড়ে করে দেয়। ইপসউইচ টাউনকে যার খেসারত দিয়ে হয়েছে ২৩ মিনিটে। লিয়ান্দ্রো ট্রোসার্ডের ক্রস থেকে বক্সের ভেতরে থাকা কাই হাভার্টজ আলতো টোকায় গোল করেন।

আর লিড নেয়ার পর আর্সেনাল আক্রমণের ধার আরও বাড়ায়। তবে আর কোনো গোলের দেখা পায়নি গানাররা। শেষ পর্যন্ত হাভার্টজের একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। এই জয়ে চেলসিকে পেছনে ফেলে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল।

আরবি/এফআই

Link copied!