মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

আফগানদের উড়িয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৪, ০৮:১১ পিএম

আফগানদের উড়িয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ছবি: রূপালী বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। আসরে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪৫ রানে হারিয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল আফগানিস্তান। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার জাওয়াদ আবরারকে (০) হারায় বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেটে ১৪২ রানের জুটি গড়ে সে ধাক্কা সামাল দিয়ে বাংলাদেশকে লড়াকু স্কোরের পথে এগিয়ে দেন অন্য ওপেনার কালাম সিদ্দিকী ও তিনে নামা অধিনায়ক আজিজুল হাকিম।

এই দুই তরুণের ব্যাটেই শেষ পর্যন্ত লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ। নুরিস্তানি ওমরজাইয়ের বলে সাজঘরের ফেরার আগে ১০৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন আজিজুল। অন্যদিকে গাজানফারের বলে বোল্ড হয়ে ফেরার আগে ৬৬ রান করেন কালাম। দলের অন্য ব্যাটাররা তেমন কিছু করতে না পারলেও তাদের বদৌলতেই শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৮ রান পর্যন্ত পৌঁছায় বাংলাদেশ।

আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট পান আবদুল আজিজ, নুরিস্তানি ও খাতির স্টানিকজাই।

২২৯ রান তাড়া করতে নেমে শুরুটা মন্দ হয়নি আফগানিস্তানের। ফয়সাল খান আহমেদজাইয়ের ফিফটি (৫৩) এবং নাসের খান মারুফখিলের ত্রিশোর্ধ্ব ইনিংস (৩৪) দুটিতে কক্ষপথেই ছিল তারা। কিন্তু দলীয় ১৫০ রান পেরোতেই খেই হারায় আফগানরা। ১৫৯ রানে পঞ্চম উইকেট হারানোর পর চোখের পলকেই শেষ হয়ে যায় তাদের ইনিংস।

আল ফাহাদ এবং ইকবাল হোসেন ইমনের দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত ১৮৩ রানে গুটিয়ে যায় আফগানরা। এই দুই বোলার সমান তিনটি করে উইকেট শিকার করেন।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের যুবাদের পরের ম্যাচ ১ ডিসেম্বর, নেপালের বিপক্ষে।

আরবি/ এইচএম

Link copied!