শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ০৫:৫৪ পিএম

গফকে হারিয়ে সেমিফাইনালে বাদোসা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ০৫:৫৪ পিএম

গফকে হারিয়ে সেমিফাইনালে বাদোসা

বাদোসাকে অভিনন্দন জানাচ্ছেন কোকো গফ। ছবি : এক্স

অস্ট্রেলিয়ান ওপেনে অঘটনের শিকার হলেন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা কোকো গফ। তাকে হারিয়ে অঘটনের জন্ম দিলেন স্পেনের দলিনে পাওলা বাদোসা। স্প্যানিশ এই টেনিস খেলোয়াড় ৭-৫, ৬-৪ গেমে গফকে হারিয়ে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠলেন।

 ২০২০ সালের পর প্রথম কোনো স্প্যানিশ নারী গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনাল খেলবেন। এক বছর আগেও বিশ্ব র‌্যাংকিংয়ে সেরা এক শর মধ্যে ছিলেন না বাদোসা। পিঠের চোটের কারণে কোর্ট থেকে দূরে থাকতে হয়েছিল। সেই চোট কাটিয়ে এক বছরের মধ্যে উঠে আসেন র‌্যাংকিংয়ের ১১ নম্বরে।

 ম্যাচ জয়ের পর তিনি বলেছেন, এক বছর আগে পিঠের ইনজুরিতে ভুগছিলাম। ভেবেছিলাম হয়তো খেলাই ছেড়ে দিতে হবে। কিন্তু কামব্যাক করে আমি এখন বিশ্বের সেরাদের বিপক্ষে খেলছি।’

 টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে গফকে হারানোর পর বাদোসা বলেন, ‘আমি খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছি। আমাকে আবেগ গ্রাস করেছে। নিজের সেরাটা খেলতে চেয়েছিলাম, সেটা মনে হয় পেরেছি। সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। যে পর্যায়ে টেনিস খেলেছি, তাতে আমি গর্বিত। 

আগামী বছর এখানে থাকতে পারব কি না সেটা এখনই ভাবছি না।’ অন্যদিকে এই মৌসুমে টানা ৯টি ম্যাচে জিতে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন গফ। 

আগের ম্যাচে টোকিও অলিম্পিকে সোনাজয়ী টেনিস তারকা বেলিন্ডা বেনসিচের বিপক্ষে বছরে প্রথমবার কোনো সেট হেরেছিলেন। তারপরও তিনি ম্যাচ জিতে নিয়েছিলেন। কিন্তু এবার আর পারলেন না। কোয়ার্টার ফাইনালে বাদোসার কাছে পরপর দুটি সেট হেরে বিদায় নিতে হলো টুর্নামেন্ট থেকে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!