রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-বাংলাদেশের দ্বিতীয় টেস্ট দিনটি স্বপ্নের মতো কেটেছে বাংলাদেশের। টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়ে ২৭৪ রানে অলআউট করেন বাংলাদেশের বোলাররা। পরে ২ ওভার ব্যাটিং সুযোগ পেয়ে বিনা উইকেটে ১০ রানে দিন শেষ করেন দুই ওপেনার।
লিডের লক্ষ্য নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নেমেছেন দুই টাইগার ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান। যদিও নিজেদের ইনিংসের প্রথম বলে উইকেট হারাতে পারত বাংলাদেশ।
শাহিন শাহ আফ্রিদির পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া মীর হামজার বলে স্লিপে ক্যাচ দিয়েছিলেন ওপেনার সাদমান ইসলাম। তবে তা ধরে রাখতে পারেননি সৌদ শাকিল। এরপর আর কোনো বিপদ হতে দেননি দুই ওপেনার।
আপনার মতামত লিখুন :