ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
মিরপুর টেস্ট

ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় বাংলাদেশ

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪, ১০:২৬ এএম

ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় বাংলাদেশ

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় বাংলাদেশ। তৃতীয় দিন খেলতে নেমে তিন বলের মাঝে ২ উইকেট হারিয়েছে টাইগাররা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ পাঁচ উইকেটে ১০৭ রান। নিজেদের প্রথম ইনিংসে টাইগাররা ১০৬ ও দক্ষিণ আফ্রিকা ৩০৮ রান করেছে। ইনিংস ব্যবধানে হার এড়াতে স্বাগতিকদের প্রয়োজন আরো ৯৫ রান।

তিন উইকেটে ১০১ রান নিয়ে তৃতীয় দিন খেলতে নামে বাংলাদেশ। দিনের প্রথম ৪ ওভার নির্বিঘ্নে কাটালেও এরপরই নামে বিপত্তি। কাগিসো রাবাদার বলে স্লিপে ক্যাচ দিয়ে ৪০ রানে ফেরেন মাহমুদুল হাসান জয়।

নিজের প্রথম বলে সিঙ্গেল নেন লিটন। তবে পরের বলে ফের ধাক্কা খায় বাংলাদেশ। রাবাদার করা ইনসুইঙ্গারে বোল্ড হন মিস্টার ডিপেন্ডেবল। ৩৩ রান করেন তিনি। লিটন ও মেহেদী মিরাজ এখন ব্যাট করছেন।

আরবি/এফআই

Link copied!