বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ ফুটবল দলের ফেসবুক পেজ হ্যাক

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৪, ০২:০৪ পিএম

বাংলাদেশ ফুটবল দলের ফেসবুক পেজ হ্যাক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পেজ হ্যাকিংয়ের শিকার হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) দুপুরে বাফুফে মিডিয়া বিভাগ হ্যাকিংয়ের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়।

পেজটি ফিরে পেতে বাফুফে কাজ করছে এবং সাময়িক অসুবিধার জন্য ফেডারেশনের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, কয়েক বছর আগে বাফুফের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাকের শিকার হয়েছিল। এবার জাতীয় ফুটবল দলের ফেসবুক পেজ হ্যাকিংয়ের শিকার হলো। এতে বাফুফের আইটি নিরাপত্তার দুর্বলতা প্রকাশ পাচ্ছে বারবার। 

আরবি/এফআই

Link copied!