ঢাকা শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
কানপুর টেস্ট

আলোর স্বল্পতা ও বৃষ্টিতে বন্ধ বাংলাদেশের খেলা

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০৩:২১ পিএম

আলোর স্বল্পতা ও বৃষ্টিতে বন্ধ বাংলাদেশের খেলা

ছবি: সংগৃহীত

কানপুরে চলছে ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্ট। যেখানে টসে হেরে শুরুতে ব্যাট করছে বাংলাদেশ। তবে ৩৫ ওভার শেষে খেলা আপাতত বন্ধ রয়েছে আলোর স্বল্পতা ও বৃষ্টির কারণে।

লাঞ্চ বিরতির সময় আরেক দফা বৃষ্টি নেমেছিল কানপুরে। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি। বৃষ্টিতে ১৫ মিনিট পিছিয়ে ছিল দ্বিতীয় সেশন শুরুর সময়। বাংলাদেশ সময় দুপুর ১টা ৪০ মিনিটের বদলে ১টা ৫৫ মিনিটে শুরু হয় খেলা। এরপর ঘণ্টা খানেকও খেলা হতে পারেনি। আলোর স্বল্পতায় খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা। কিছুক্ষণ পর শুরু হয়েছে বৃষ্টিও।

৩৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১০৭ রান। ৬ রান নিয়ে উইকেটে আছেন মুশফিকুর রহিম। অপর অপরাজিত ব্যাটার মুমিনুল হকের সংগ্রহ ৪০ রান।

এদিন ব্যাটিংয়ে নেমে দ্রুত দুই ওপেনারকে হারিয়ে আরও একবার ব্যাটিং বিপর্যয়ের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। তবে সেখান থেকে দলকে বাঁচানোর চেষ্টা করেছেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। তৃতীয় উইকেটে তারা দুজনে অবিচ্ছিন্ন থেকে যোগ করেছেন ৪৫ রান। কিন্তু পরবর্তীতে অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান শান্ত। এরপর মুশফিক ও মুমিনুল জুটিতে ভর করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ।

আরবি/এফআই

Link copied!