ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪

প্রথমবার হকি বিশ্বকাপে বাংলাদেশ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৪, ০৩:৪২ পিএম

প্রথমবার হকি বিশ্বকাপে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

জুনিয়র এশিয়া কাপ হকিতে থাইল্যান্ড অনূর্ধ্ব-২১ দলকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ওমানের মাসকাটে জুনিয়র এশিয়া কাপ হকিতে থাইল্যান্ডকে ৭-২ গোলে উড়িয়ে দিয়ে জুনিয়র বিশ্বকাপে কোয়ালিফাই করলো বাংলাদেশ। হকিতে যেকোনো পর্যায়ে এবারই প্রথম বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল লাল সবুজের দেশ।

থাইল্যান্ডকে হারানোয় বাংলাদেশ এখন পঞ্চম ও ষষ্ঠস্থান নির্ধারণী ম্যাচ খেলবে। যদি সেই ম্যাচে তারা হেরেও যায়, তারপরও বিশ্বকাপে খেলবে লাল সবুজের দেশ।

আগামী বছর ভারতের মাটিতে বসবে হকির যুব বিশ্বকাপ। সেই বিশ্বকাপে এশিয়া থেকে মোট ৭টি দেশ খেলবে। এর মধ্যে স্বাগতিক ভারত এশিয়ান যুব হকির সেমিফাইনাল নিশ্চিত করায় সরাসরিই বিশ্বকাপ খেলবে। অর্থাৎ স্বাগতিক দেশ বিবেচনায় বিশ্বকাপ খেলছে না তারা। তাই বিশ্বকাপে জায়গা পেতে ১০ দলের এশিয়ান যুব হকিতে ভারত বাদে বাকি ছয় সেরা দলের মধ্যে থাকতে হতো বাংলাদেশকে। থাইল্যান্ডকে হারানোয় বাংলাদেশের সেরা ছয়ে থাকা নিশ্চিত হয়ে গেছে। যে কারণে বিশ্বকাপে খেলা নিয়ে আর কোনো অনিশ্চয়তাই নেই। 

আরবি/জেআই

Link copied!