ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

আজ ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ দল

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৪, ১২:১৮ পিএম

আজ ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ দল

ছবি: সংগৃহীত

পাকিস্তান সফর শেষে ঢাকায় পা রেখে খুব বেশি বিশ্রামের সুযোগ পায়নি টাইগাররা। কারণ, দুয়াড়ে কড়া নাড়ছে ভারত সফর। স্বাগতিকদের বিপক্ষে দুই ফরম্যাটের সিরিজ খেলার জন্য সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ভারতের উদ্দেশে ঢাকা ছাড়বে চন্ডিকা হাথুরুসিংহের দল।

বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, আজ দুপুর ১টায় চেন্নাইয়ের বিমান ধরবে নাজমুল হোসেন শান্তর টেস্ট দল। সাকিব আল হাসান ছাড়া কোচিং স্টাফ ও ১৫ ক্রিকেটার থাকছেন বহরে। ইংল্যান্ড থেকে সরাসরি ভারতে দলের সঙ্গে যোগ দেবেন বাঁহাতি এ অলরাউন্ডার। সিরিজ শেষ করে পাকিস্তান থেকে সরাসরি লন্ডনে গিয়েছিলেন সাকিব।

ভারত সফরের প্রস্তুতি নিয়েছেন কাউন্টি ক্রিকেটে চার দিনের ম্যাচ খেলে। টনটনে সারে ক্লাবের হয়ে চার দিনের একটি ম্যাচ খেলে ৯ (৪‍ ও ৫) উইকেট শিকার করেন তিনি। বোলিং ভালো করলেও ব্যাটে রানখরা কাটেনি। ১২ ও শূন্য রান করেন তিনি।

পাকিস্তানেও ব্যাট হাতে ছন্দে ছিলেন না বাঁহাতি এ অলরাউন্ডার। সাকিব ছাড়া বাকি সবাই দারুণ ছন্দে আছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসজি বলে টানা পাঁচ দিন অনুশীলন করেছেন তারা। এই একটি জায়গায় কিছুটা পিছিয়ে রয়েছেন সাকিব। এসজি বলে অনুশীলন করা হয়নি তাঁর।

আরবি/জেআই

Link copied!