ঢাকা রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
চেন্নাই টেস্ট

তৃতীয় দিন শেষে ৩৫৬ রানে পিছিয়ে বাংলাদেশ

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৪, ০৬:৩৩ পিএম

তৃতীয় দিন শেষে ৩৫৬ রানে পিছিয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

চেন্নাই টেস্টে তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার ১০ ওভারের চেয়ে কম বাকি থাকলেও মাঠে আলো কমে আসায় নির্ধারিত সময়ের আগেই তৃতীয় দিনের খেলা শেষের ঘোষণা দিয়েছে আম্পায়াররা। তার আগে ২৯৮ দিন পর হাফসেঞ্চুরির দেখা পান বাংলাদেশ অধিনায়ক শান্ত। এটি ছিল তার ক্যারিয়ারের ৪র্থ অর্ধশত।

বাংলাদেশের অধিনায়ক ২০২৩ সালের নভেম্বরে সবশেষ করেছিলেন টেস্ট ফিফটি। সেটাকে অবশ্য পরে সেঞ্চুরিতে রূপ দিয়েছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে করেছিলেন ১০৫ রান। এরপর গেল ২৯৮ দিনে ১০ ইনিংসে আর কোনো ফিফটির দেখা পাননি। সর্বোচ্চ ছিল ৩৮ রান।

দিন শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫৮ রান। জয়ের জন্য প্রয়োজন আরও ৩৫৭ রান, হাতে আছে দু’দিন। শান্ত ৫১ রানে ও সাকিব ৫ রানে অপরাজিত আছেন। 

আরবি/এফআই

Link copied!