ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৪, ১০:০৯ এএম

ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ব্যাটিং ব্যর্থতার পরও ওয়েস্ট ইন্ডিজকে বোলিং তোপে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্যারিবিয়ানদের ২৭ রানে হারিয়েছে টাইগাররা। এতে করে ৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ।

এদিন শুরুতে ব্যাট করে বরাবরের মতোই ব্যর্থতার পরিচয় দিয়েছিল টাইগাররা। যার কারণে পুঁজি ছিল মাত্র ১২৯ রানের। এই রানে সবাই ভেবেই নিয়েছিল বাংলাদেশ এই ম্যাচে জয় পাবে না। কিন্তু ক্রিকেটে যে কখন কি হয় তা বলা মুশকিল। যার জন্য এই স্বল্প পুঁজি নিয়েই বল হাতে দারুণ নৈপূণ্য দেখায় টাইগার বোলাররা।

শুরুর দিকে ক্যারিবিয়ানরা বেশ ভালো শুরু করেছিল। কিন্তু তৃতীয় ওভারে তাসকিন বোলিংয়ে আসার পরই শুরু হয় ধ্বস। এরপর এক এক করে মেহেদী, হাসানরা তাদের বোলিং তোপে বিধ্বস্ত করে ওয়েস্ট ইন্ডিজকে।

বোলিং নৈপুণ্যের ফলে ক্যারিবীয়দের ১০২ রানে অলআউট করে দিয়েছে বাংলাদেশ। ২৭ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ (২-০) নিশ্চিত করেছে লাল-সবুজ জার্সিধারীরা। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এই প্রথম কোনো টি-টোয়েন্টি সিরিজ জিতল টাইগাররা।

এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৭ রানে জিতেছিল বাংলাদেশ।

আরবি/এফআই

Link copied!