বিপিএলের ১১তম আসর শুরু হতে চলেছে। আগামী ৩০ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট। এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলতে এসেছেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। বাঁহাতি এই গতি তারকা ছাড়া এই বিপিএলে বড় মাপের কোনো আন্তর্জাতিক তারকা থাকছেন না।
শাহিন আফ্রিদির দিকে নজর দেশীয় গণমাধ্যমগুলোর। গতকাল শুক্রবার রাতে বাংলাদেশের মাটিতে পা রাখা শাহিন আজ শনিবার (২৮ ডিসেম্বর) নেমেছিলেন অনুশীলনে। মিরপুর শেরে বাংলার একাডেমি মাঠে অনুশীলনের এক ফাঁকে পাক পেসারকে ঘিরে ধরেছেন সাংবাদিকরা।
উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন শাহিন। জানিয়েছেন, প্রথমবারের মতো বিপিএল খেলতে আসার পেছনের গল্প। বিপিএল ও বাংলাদেশি ক্রিকেটারদের মূল্যায়নও উচ্চারিত হয়েছে তার কণ্ঠে।
শুরুতেই শাহিনের কাছে প্রথম দিনের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাওয়া হয়। জবাবে শাহিন আফ্রিদি বলেন, ‘বাংলাদেশ লিগে খেলার জন্য আমি রোমাঞ্চিত। তামিম ভাই (তামিম ইকবাল) যখন এই দলে খেলার জন্য কল দিলেন, তখন থেকেই আমি এক্সাইটেড। আপাতত সামনে তাকিয়ে। আমি জানি বাংলাদেশের মানুষ ক্রিকেট ভালোবাসে এবং তারা নিজেদের সুপারস্টারদের ভালোবাসে। আশা করি আমি এখানে ভালো খেলতে পারবো।’
শাহিনের তারকাখ্যাতি ক্রিকেটবিশ্ব জুড়েই আছে। অন্যান্য দামি ক্রিকেটাররা না থাকায় এবারের বিপিএলে শাহিনকেই বড় তারকা হিসেবে ধরা হচ্ছে। যে কারণে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকব্নে তিনি।
টুর্নামেন্টের সবচেয়ে বড় তারকা হওয়ার অনুভূতি কেমন, এমন প্রশ্নের উত্তরে শাহিন আফ্রিদি জানান, তিনি আসলে বড় তারকা নন। বরং বাংলাদেশেই অনেক বড় তারকা আছে।
শাহিন আফ্রিদি বলেন, ‘সত্যি বলতে আমি কোনো তারকা নই। বাংলাদেশের আরও অনেকে খেলছে। তামিম খেলছে। জাতীয় দলের সবাই খেলছে। আমার জন্য এবং আপনাদের জন্যও নিজেদের ক্রিকেটাররাই তারকা হওয়া উচিত। আমি শুধু একজন ক্রিকেটার হিসেবে আছি এবং দলের জন্য পারফর্ম করতে চেষ্টা করবো। দলকে ম্যাচ জেতানোর চেষ্টা করবো।’
আপনার মতামত লিখুন :