ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের বড় জয়

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৪, ০৭:২৬ পিএম

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের বড় জয়

ছবি: সংগৃহীত

প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচেও তেমন শঙ্কা ছিল। বৃষ্টি বাধায় নির্ধারিত সময়ে টস হয়নি। শেষ পর্যন্ত ৫০ ওভারের ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ২০ ওভারে। আর তাতে স্বাগতিক লঙ্কান মেয়েদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারাল বাংলাদেশ ‘এ’ দল।

আজ (মঙ্গলবার) কলম্বোর থ্রুস্টানে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১১৩ রানের পুঁজি গড়েছিল স্বাগতিক মেয়েরা। জবাবে ২ ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় সফরকারী বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইয়াং টাইগ্রেসরা।

এদিন শুরুতে লঙ্কানদের হয়ে সাথিয়া সন্দীপনী ৩৬ রান করেন। মাইসা শিহানি খেলেন ২৫ রানের ইনিংস। বাংলাদেশের ফাহিমা খাতুন ১০ রান দিয়ে ২টি এবং রাবেয়া খান ১৮ রান দিয়ে ২ উইকেট তুলে নেন।

জবাব দিতে নেমে বাংলাদেশ নারী ‘এ’ দল ২ ওভার থাকতে জয় তুলে নেয়। দলের হয়ে দিলারা আক্তার ৩৪ বলে সর্বোচ্চ ৪৭ রান করেন। মুর্শিদা খাতুন ৩৪ বলে ৩০ রান যোগ করেন।  

আরবি/এফআই

Link copied!