স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে এবার রিয়াল মাদ্রিদ ৩-০ ব্যবধানে রিয়াল মায়োর্কাকে হারিয়ে ফাইনালে উঠে গেছে। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি দেখা যাবে লস ব্লাঙ্কোসরা।
গতকাল অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে দেখা যায় রিয়াল মাদ্রিদকে। লুকাস ভাসকেস, রদ্রিগো এবং কিলিয়ান এমবাপ্পে প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও মায়োর্কার গোলরক্ষক ডোমিনিক গ্রাইফ তাদের প্রতিহত করেন।
জুড বেলিংহামের একটি জোরালো শটও গ্রাইফ দক্ষতার সঙ্গে রুখে দেন। প্রথমার্ধে মায়োর্কাও কিছু সুযোগ তৈরি করেছিল, তবে কাইল লারিন ও সের্গি দারদেরের প্রচেষ্টা ব্যর্থ হয়। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আরও চাপ বাড়ায় রিয়াল মাদ্রিদ। ৬৩তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের কাটব্যাকে রদ্রিগোর হেড পোস্টে লাগার পর বেলিংহাম ফিরতি বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন।
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ। রোববার রাতে সে ফাইনালে বার্সেলোনার বিপক্ষে মুখোমুখি হবে তারা।
আপনার মতামত লিখুন :