ম্যানসিটির মতো অতোটা খারাপ অবস্থা না হলেও দুঃসময়টা হঠাতই চলে এসেছিল বার্সেলোনার কাছে। লিগে সবশেষ দুই ম্যাচে জয়বঞ্চিত ছিল দলটা। সেটা পেছনে ফেলতে মরিয়াও ছিল কাতালানরা। অবশেষে কোচ হানসি ফ্লিকের দল সে বৃত্ত থেকে বেরিয়ে জয় তুলে নিয়েছে, ব্রেস্তকে হারিয়েছে ৩-০ গোলে।
তাদের এই ফেরার রাতে মুখোমুখি হয়েছিল পিএসজি আর বায়ার্নও। সে ম্যাচে শেষ হাসিটা হেসেছে বায়ার্ন, ১-০ গোলে হারিয়েছে পিএসজিকে। একই ব্যবধানে জিতেছে ইন্টার মিলানও।
নিজেদের মাঠে বার্সা গত রাতে ১০ মিনিটে এগিয়ে গিয়েছিল। পেনাল্টি থেকে গোলটা এনে দিয়েছিলেন রবার্ট লেভান্ডভস্কি। তবে এরপর গোলের দেখা যেন মিলছিলই না, একগাদা সুযোগ তৈরির পরেও।
ম্যাচের এক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর স্বস্তির দ্বিতীয় গোলটা পায় বার্সা। সেটা করেন দানি অলমো। ম্যাচ এরপরেই বার্সার কবজায় চলে আসে, এরপর ৯০ মিনিটে লেভা তার দ্বিতীয় গোলটা করলে ৩-০ ব্যবধানের জয় নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে চলে আসে দলটা।
পিএসজির বিপক্ষে বায়ার্ন গোল করেছে একটা। নিজেদের মাঠে ম্যাচের ৩৬ মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন কোরিয়ান ডিফেন্ডার কিম মিন জায়। সফরকারীদের ম্যাচে ফেরার যাও আশা ছিল, ৫৬ মিনিটে উসমান দেম্বেলের লাল কার্ডে তাও শেষ হয়ে যায়। এই হারের ফলে পিএসজি চলে গেছে টেবিলের ২৬ নম্বরে, এই অবস্থায় লিগ পর্ব শেষ করলে নকআউটে আর খেলা হবে না তাদের।
দিনের অন্য ম্যাচে ইন্টার মিলানও জয় পেয়েছে। তবে আরবি লাইপজিগের বিপক্ষে তাদের জয়টা এসেছে আত্মঘাতী গোল থেকে। ২৭ মিনিটে কাস্তেয়ো লুকেবা নিজেদের জালে বল জড়ান। সেই গোলে ইন্টার জয় নিয়ে মাঠ ছাড়ে। চলে আসে তালিকার শীর্ষে।
আপনার মতামত লিখুন :