বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আচরণবিধি লঙ্ঘন করায় আটজন ক্রিকেটার ও এক ক্লাব কর্মকর্তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। বিসিবি এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।
নিষিদ্ধ ক্রিকেটাররা হলেন- তেজগাঁও ক্রিকেট একাডেমির ইয়াসিন আরাফাত, রিফাত আলী ইমন, তাসিন আহমেদ রনবি, মোহাম্মদ রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয় ও ক্লাবটির কর্মকর্তা রবিন এবং স্যাফায়ার ক্লাবের রানা খান, সাইফুল ইসলাম ও মোহাম্মদ হৃদয়।
জানা যায়, গত ১৮ নভেম্বর মেঘনা ব্যাংক তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে পিকেএসএফ-এর এক নম্বর মাঠে সুপার লিগের ম্যাচ ছিল। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) ঘটনার তদন্ত করে এই সাজার সুপারিশ করে। তারা বিসিবির আচরণবিধির ২.১৯ ধারার লেভেল ফোর অপরাধ করেছে। এমন অপরাধে সর্বোচ্চ আজীবন নিষেধাজ্ঞার নিয়ম আছে।
তদন্ত প্রতিবেদন থেকে জানা গেছে, মাঠে দুই দলের খেলোয়াড়রা সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘটনার ভিডিও পর্যবেক্ষণ করে এবং তদন্ত করে দোষীদের চিহ্নিত করা হয়েছে।
এ বিষেয়ে বিসিবির বার্তায় সভাপতি ফারুক আহমেদ বলেন, ঘরোয়া প্রতিযোগিতার কোনো স্তরেই বিসিবি শৃঙ্খলাজনিত বিষয়ে ছাড় দেবে না। সব খেলোয়াড় এবং কর্মকর্তাদের জন্য এটি একটি বার্তা। আচরণবিধি লঙ্ঘনের ঘটনা বোর্ড কঠোরভাবে মোকাবেলা করবে।
আপনার মতামত লিখুন :