ঢাকা: গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে রদবদল শুরু হয় দেশের সকল প্রাঙ্গণে। আর সেই ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর নতুন সভাপতির দায়িত্ব নেন ফারুক আহমেদ।
এরপর থেকেই চাকরি ঝুলে গিয়েছিল টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের। সম্প্রতি ফারুক আহমেদ জানিয়েছিলেন হাথুরুর বিকল্প কোচ খোঁজার কথাও। যদিও পাকিস্তান সিরিজে অবিশ্বাস্য ফল এবং পরপরই ভারতের মাটিতে সিরিজ। সব মিলিয়ে হাথুরু অধ্যায় অনেকটা চাপা পড়ে গিয়েছিল।
তবে ভারতের বিপক্ষে দুই ফরম্যাটের সিরিজেই ভরাডুবির পর নড়েচড়ে বসে বিসিবি। যে কারণে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগেই বাদ পড়লেন হাথুরুসিংহে। মঙ্গলবার (১৫ অক্টোবর) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিসিবি সভাপতি ফারুক আহমেদ হাথুরুকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :