ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
চ্যাম্পিয়ন্স ট্রফি

সাকিব-তামিমের খেলা নিয়ে যা জানাল বিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৪, ০৯:২৪ এএম

সাকিব-তামিমের খেলা নিয়ে যা জানাল বিসিবি

ফাইল ছবি

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের খেলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। শনিবার (২১ ডিসেম্বর) মিরপুরে বোর্ড সভা শেষে গণমাধ্যমের সামনে এ প্রসঙ্গে কথা বলেছেন বোর্ড প্রধান।

তিনি বলেন, ‘সাকিবের ইস্যুটা তো পুরোপুরি আলাদা ব্যাপার। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও সে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল না। তার ব্যাপারে কোনো আপডেট নেই। বিপিএল খেলবে কি না সেটাও সেই জানাবে।’

তবে বোর্ড প্রধান জানান, ওয়ানডে ফরম্যাট থেকে অবসর না নেওয়ায় এই অলরাউন্ডার চ্যাম্পিয়ন্স ট্রফির বিবেচনায় থাকবেন।

তামিম ইকবাল প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘তামিমের ব্যাপারে বলব নির্বাচকরা যা বলেছেন সেই প্রক্রিয়াতেই আছি। কারণ কোনো ক্রিকেটার যদি অবসর না নেয়, তখন বিসিবি চাইলে বা উপযুক্ত মনে করলে তাদের দলে যুক্ত করতে পারবে। এটা নির্ভর করছে টিম সিলেক্টরদের ওপর। আমি আগেও বলেছি যে, কেউ অবসর না নিলে সে খেলার জন্য অবশ্যই এভেইলেবল।’

আরবি/জেআই

Link copied!