শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫

পেমেন্ট ইস্যুতে ডাব্লিউসিএ’র তোপের মুখে বিপিএল

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৫, ১০:৪৪ এএম

পেমেন্ট ইস্যুতে ডাব্লিউসিএ’র তোপের মুখে বিপিএল

ছবি: সংগৃহীত

বিপিএলে বিদেশি ক্রিকেটারদের বেতন বকেয়া রাখার ঘটনায় একবার ফের বিপাকে পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। গত রোববার প্রথম যখন দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বয়কট করে বসলেন, তখন বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু কঠোর অবস্থান নেবেন বলে জানিয়েছিলেন। তবে, দেশের ক্রিকেট বোর্ডের এ কঠোর পদক্ষেপের পরেও সমস্যার সমাধান হয়নি। বরং, এটি বিশ্ব ক্রিকেটের প্রধান সংগঠন, বিশ্ব ক্রিকেটার অ্যাসোসিয়েশন (ডাব্লিউসিএ)-এর সমালোচনার জন্ম দিয়েছে।

ডাব্লিউসিএ’র প্রধান নির্বাহী টম মোফ্যাট বিপিএলের এ পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগে ক্রিকেটারদের টাকা না দেওয়ার বিষয়টি হতাশাজনক। এটি বহু বছর ধরে ঘটছে এবং এই পরিস্থিতি কখনোই গ্রহণযোগ্য নয়। খেলোয়াড়রা এই ইভেন্টগুলোর আকর্ষণ, কিন্তু বাস্তবে তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

মোফ্যাট আরও বলেন, যেসব লিগ বৈধভাবে চলে, সেখানে চুক্তির মৌলিক সুরক্ষা এবং ন্যূনতম মান থাকা উচিত। আর সেই চুক্তি আইনি ভাবে কার্যকরী হতে হবে। বিপিএলে এসবের অভাব দেখা যাচ্ছে।

এর আগে, বিপিএলের প্রথম দুটি আসরে একই ধরনের বেতন বকেয়া রাখার সমস্যা দেখা দিয়েছিল। ফলে বিসিবিকে ফ্র্যাঞ্চাইজির বকেয়া পরিশোধ করতে হয়েছিল। সেই সাথে ম্যাচ ও স্পট ফিক্সিংয়ের কারণে বিপিএল এক বছর বন্ধও ছিল।

এবারও একই ঘটনা ঘটছে, যেখানে খেলোয়াড়রা তাদের প্রাপ্য টাকা পাচ্ছেন না, আর তাদের বকেয়া চেকগুলোও বারবার বাউন্স হয়ে যাচ্ছে।

বিপিএলের মালিকানা এবং পরিচালনায় দায়িত্বে থাকা ব্যক্তিরা এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। কিন্তু পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হচ্ছে বলে মনে হচ্ছে। এতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাগুলোর সমালোচনা বাড়ছে।

আরবি/এফআই

Link copied!