ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫

বিরতি শেষে আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ১২:২০ পিএম

বিরতি শেষে আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল

ছবি: সংগৃহীত

একদিন বিরতির পর আজ (৯ জানুয়ারি) সিলেটের মাঠে আবার শুরু হচ্ছে বিপিএল উত্তেজনা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার দুপুর দেড়টায় দুই শক্তিশালী দল ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স মুখোমুখি হবে। এরপর সন্ধ্যা সাড়ে ছয়টায় চিটাগং কিংস ও ঢাকা ক্যাপিটালসের মধ্যে লড়াই হবে।

এ পর্যন্ত চলতি বিপিএলে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে রংপুর রাইডার্স টানা ৫টি ম্যাচ জিতে শীর্ষে রয়েছে। ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে এগিয়ে চলছে রংপুর।

অন্যদিকে, গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ৪ ম্যাচ খেলে ৩টিতে জিতেছে। তাদের একমাত্র হার রংপুরের কাছে। প্রথম রাউন্ডে দুই দলের লড়াইয়ে রংপুর ৮ উইকেটে বরিশালকে হারিয়েছিল। ওই ম্যাচে রংপুরের বোলিং আক্রমণে বরিশাল মাত্র ১২৪ রানে অলআউট হয়। এবারের ফিরতি ম্যাচে বরিশালদের জন্য প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকবে। জয় পেলে তারা পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে পারবে।

অন্যদিকে, ঢাকা ক্যাপিটালস পয়েন্ট টেবিলে চিটাগং কিংসের চেয়ে পিছিয়ে আছে। ঢাকা এখন পর্যন্ত ৪ ম্যাচে কোনো জয় পায়নি, তবে চিটাগং ২ ম্যাচে একটিতে জয় লাভ করেছে। চিটাগং কিংস খুলনা টাইগার্সের কাছে হারলেও রাজশাহীকে বড় ব্যবধানে পরাজিত করেছে। রংপুরের ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস ৫ ম্যাচে ২১৭ রান করে ব্যাটিংয়ে শীর্ষে আছেন, এবং রাজশাহীর তাসকিন আহমেদ ৪ ম্যাচে ১২ উইকেট নিয়ে বোলিংয়ে শীর্ষ স্থান দখল করেছেন।

আরবি/এফআই

Link copied!