ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

আজ পর্দা উঠছে বিপিএলের

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ১০:১৭ এএম

আজ পর্দা উঠছে বিপিএলের

ছবি: সংগৃহীত

ভিন্ন আঙ্গিকে সাজানো বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসরের পর্দা উঠছে আজ সোমবার (৩০ ডিসেম্বর)। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে ‍দুপুর দেড়টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠবে এবারের আসরের। এছাড়া দিনের আরেক ম্যাচে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স।

দেশের ক্রিকেটের ঘরোয়া আসরের সবচেয়ে বড় এই লিগে এবার সাত দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। মোট ৪৬ ম্যাচ চলবে দেশের তিন ভেন্যুতে। আর টুর্নামেন্টের ফাইনাল গড়াবে ৭ ফেব্রুয়ারি। মিরপুর তো বটেই, সিলেট ও চট্টগ্রামেও ব্যাটে-বলে মুন্সিয়ানা দেখাবেন ক্রিকেটাররা। এখান থেকেই বেরিয়ে আসবে নতুন তারকা।

এবারের অংশগ্রহণকারী সাত দল হচ্ছে- ঢাকা ক্যাপিটালস, দুর্বার রাজশাহী, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স ও চট্টগ্রাম কিংস।

ঘরোয়া এই আসরের এবার প্রাইজমানি পরিবর্তনের ঘোষণা এখন পর্যন্ত আসেনি। ফলে গত আসরের মতো মোট চার কোটি টাকা প্রাইজমানি থাকতে পারে এবারের আসরেও। চ্যাম্পিয়ন দল পাবে দু’কোটি টাকা। রানার্সআপ পাবে এক কোটি। টুর্নামেন্ট সেরা ক্রিকেটার পাবেন ১০ লাখ টাকা। পুরস্কার পাবেন সেরা বোলার, সেরা ব্যাটারও।

এবারের বিপিএল চলাকালীন ‘শহীদ মুগ্ধ কর্নারে’ বিনামূল্যে পানি পাবেন দর্শকরা। সেখানে থাকা কিউআরকোডের মাধ্যমে স্বেচ্ছায় জুলাই ফাউন্ডেশনে অনুদানও দিতে পারবেন তারা। পরিবেশ সংরক্ষণ ও রিসাইক্লিংয়ের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি ভেন্যুতে থাকবে ‘বর্জ্য-শূন্য’ জোন।

আরবি/এফআই

Link copied!