ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

দক্ষিণ আফ্রিকা সফরে শ্রীলংকার বাজে রেকর্ড

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৪, ০৬:৩০ পিএম

দক্ষিণ আফ্রিকা সফরে শ্রীলংকার বাজে রেকর্ড

ছবি, সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে নাজেহাল শ্রীলংকা ক্রিকেট দলের। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ৪২ রানের লজ্জার রেকর্ড গড়েছে শ্রীলংকা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে লংকানদের এটাই দলীয় সর্বনিম্ন স্কোর। ১৯৯৪ সালে পাকিস্তানের বিপক্ষে ক্যান্ডিতে ৭১ রানে অলআউট হয়েছিল স্বাগতিক শ্রীলংকা।

দক্ষিণ আফ্রিকার ডারবানে গতকাল বুধবার শুরু হয় সিরিজের প্রথম টেস্ট। টস জিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলংকা।

আগে ব্যাট করতে নেমে আসিথা ফার্নান্দো ও লাহিরু কুমারার গতির মুখে পড়ে ১৯১ রানেই অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন অধিনায়ক টিম্বা বাভুমা। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন কেষভ মহারাজ।

আরবি/এস

Link copied!