বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

অস্ট্রেলিয়ান ওপেন সেমিফাইনাল থেকে সরে দাঁড়ালেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৫, ০২:৪৮ পিএম

অস্ট্রেলিয়ান ওপেন সেমিফাইনাল থেকে সরে দাঁড়ালেন জোকোভিচ

ছবি: ইন্টারনেট

বাম পায়ের ইনজুরির কারণে সেমিফাইনাল খেলা থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন নোভাক জোকোভিচ। গতকাল ছেলেদের এককের সেমিফাইনালে আলেক্সান্দার জভেরেভের মুখোমুখি হয়েছিলেন এই সার্বিয়ান টেনিস তারকা। 

প্রথম সেটে ১ ঘণ্টা ২১ মিনিট হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৭-৬ (৭/৫) গেমে হেরে যান তিনি। খেলার সময় বাম পায়ের সমস্যায় ভুগছিলেন এই টেনিস কিংকদন্তি। ফলে ম্যাচ থেকে নিজেকে প্রত্যাহার করে নেন ২৪টিপ গ্র্যান্ড স্লাম বিজয়ী জোকোভিচ। ফলে ফাইনালে উঠে গেলেন জার্মান তারকা জভেরেভ।

রড লেভার অ্যারেনায় ব্যাগ গুছিয়ে কোর্ট ছাড়ার সময় দর্শকদের উদ্দেশে হাত নাড়েন জোকোভিচ। কিন্তু দর্শক তাকে দুয়ো দিয়েছেন তখন। এর জবাবে দুই হাতের বুড়ো আঙুল তুলে ইতিবাচক ভঙ্গি করেন জোকোভিচ। 

এ ঘটনার আগে কোর্টে থাকতে জোকোভিচ যখন নিজের সরে দাঁড়ানোর ইঙ্গিত করেন জভেরেভের প্রতি, তখন জার্মান তারকার চোখ-মুখ দেখেই বোঝা যাচ্ছিল ব্যাপারটা তার বিশ্বাস হচ্ছে না। তবে কিংবদন্তির প্রতি ঠিকই সম্মান দেখিয়েছেন জভেরেভ। 

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেও কোর্টে দাঁড়িয়ে জোকোভিচকে সম্মান জানাতে ভোলেননি। জোকাভিচকে দর্শকদের দুয়ো দেওয়া ভালো লাগেনি জভেরেভের। 

তিনি জানান, ‘সবার আগে যে কথাটা বলতে চাই, দয়া করে চোটের কারণে কোনো খেলোয়াড় সরে দাঁড়ালে তাকে দুয়ো দেবেন না। জানি, সবাই অর্থ খরচ করে টিকিট কিনেছেন এবং পাঁচ সেটের দারুণ ম্যাচ দেখতে চান সবাই। 

কিন্তু আপনাদের এটাও বুঝতে হবে, ২০ বছর ধরে নোভাক জোকোভিচ টেনিসকে সর্বস্ব নিংড়ে দিয়েছেন। তিনি এই টুর্নামেন্ট তলপেটের চোট নিয়ে জিতেছেন, হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে জিতেছেন। 

তার এই ম্যাচে খেলা চালিয়ে যেতে না পারার অর্থ হলো, সত্যি সত্যিই সেটা অসম্ভব।’ সরে দাঁড়ানোর পর জোকোভিচ বলেছেন, ‘প্রথম সেট শেষে ব্যথা ক্রমেই বাড়ছিল। এই মুহূর্তে এটা সামলে (খেলার মতো) পরিস্থিতিতে আমি নেই। 

আমি জানতাম প্রথম সেট জিতলেও দুই, তিন কিংবা চার ঘণ্টা তার সঙ্গে লড়াইয়ের পাহাড় ডিঙাতে হতো, যেটা আমার ভেতরে নেই।’ কোয়ার্টার ফাইনালেও বাম পায়ে চোট ছিল ৩৭ বছর বয়সি জোকোভিচের। 

প্রথম সেটে খেলার মাঝে মেডিকেল টাইম আউট নিয়ে পায়ে ইনজুরি টেপ মেরে কোর্টে ফিরেছিলেন। সেমিফাইনালেও তার বাম পায়ে বেশ ভালোমতো ইনজুরি টেপ মারা ছিল। কিন্তু প্রথম সেট হারের পরই বসে পড়েন জোকোভিচ। এরপর নেটের কাছে এগিয়ে গিয়ে দ্বিতীয় বাছাই জভেরেভের সঙ্গে হাত মেলান। 

ব্যাপারটা তখনই পরিষ্কার হয়ে যায়। রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্যে অস্ট্রেলিয়ায় পা রাখা জোকোভিচ নিজেই নিজের অপেক্ষা বাড়ালেন। রোববার অস্ট্রেলিয়ান ওপেনে ছেলেদের ফাইনালে জভেরেভের প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি। 

ছেলেদের অন্য সেমিফাইনালে ইয়ানিক সিনার ও বেন শেলটনের মধ্যে বিজয়ীর মুখোমুখি হবেন জভেরেভ।

রূপালী বাংলাদেশ

Link copied!