ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫

ঢাকায় এসেই মাঠে নেমে পড়লেন টাইগারদের হেড কোচ

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৪, ০২:০১ পিএম

ঢাকায় এসেই মাঠে নেমে পড়লেন টাইগারদের হেড কোচ

ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টাও পার হয়নি নিয়োগ পেয়েছেন। এরই মধ্যে দেশে পৌঁছে মাঠেও নেমে পড়েছেন বাংলাদেশের নবনিযুক্ত হেড কোচ ফিল সিমন্স।

মঙ্গলবার (১৫ অক্টোবর) নিয়োগ পাওয়ার পর বুধবার (১৬ অক্টোবর) ঢাকায় পা রাখেন এই ওয়েস্ট ইন্ডিয়ান কোচ। এরপর মিরপুরে এসে পরিচিত হলেন খেলোয়াড়দের সঙ্গে। দেখলেন অনুশীলন। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করবেন তিনি।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বুধবার সকালে ঢাকায় পৌঁছায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ২০১৫ সালের পর এই প্রথম বাংলাদেশে টেস্ট খেলতে এসেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে মিরপুরে প্রথম টেস্ট শুরু হবে ২১ অক্টোবর। ২৯ অক্টোবর দ্বিতীয় টেস্ট শুরু চট্টগ্রামে। এই সিরিজ দিয়েই শুরু হবে সিমন্সের বাংলাদেশ অধ্যায়।

এর আগে ২০১৭ সালে বাংলাদেশের কোচ হতে আগ্রহ দেখিয়ে সাক্ষাৎকার দিতে এসেছিলেন সিমন্স। সেবার নাজমুল হাসান পাপনের বোর্ড তাকে নিয়োগ দেয়নি। এবার ফারুক আহমেদ আস্থা রাখল সিমন্সের ওপর। টাইঙ্গারদের সঙ্গে মোট ১০০ দিনের কাজ করার সুযোগ পাচ্ছেন সিমন্স। 

আরবি/এফআই

Link copied!