ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

বড়দিনে বড় ‘দুঃসংবাদ’ পেল ভারত

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৪, ০১:০৩ পিএম

বড়দিনে বড় ‘দুঃসংবাদ’ পেল ভারত

ছবি: সংগৃহীত

ভারতকে বড়দিনের ছুটিতেই দুঃসংবাদ শোনাল অস্ট্রেলিয়া। অজি শিবিরের বর্তমানে সেরা ব্যাটার ট্র্যাভিস হেড অনিশ্চয়তা কাটিয়ে জায়গা করে নিয়েছেন বক্সিং ডে টেস্টের শুরুর একাদশে। যা ভারতের জন্য বিশাল দুঃসংবাদ। কারণ এক ট্র্যাভিস হেডেই প্রায় কুপোকাত ভারত।

চলতি সিরিজের ব্রিসবেনের তৃতীয় টেস্টের পরে শোনা গিয়েছিল ট্রাভিস হেডের ইনজুরির খবর। সেটা ভারতকে কিছুটা স্বস্তিই দিয়েছিল। কারণ সাম্প্রতিক সময়ে ট্র্যাভিস হেডই যে ভারতের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন। আর ইনজুরির কারণে মেলবোর্নের চতুর্থ টেস্টে অনিশ্চিত ছিলেন হেড। তবে ব্রিসবেন ও বক্সিং ডে টেস্টের মাঝে বেশ কয়েকদিনের ব্যবধান থাকায় হেডের ম্যাচ ফিট হয়ে উঠতে অসুবিধা হয়নি।

অজি দলপতি প্যাট কামিন্স বুধবার জানিয়েছেন, ট্র্যাভিস হেড মেলবোর্ন টেস্টে খেলবেন। আর সেই ধারাবাহিকতায় ট্র্যাভিসকে রেখেই বক্সিং ডে টেস্টের জন্য অস্ট্রেলিয়ার প্রথম একাদশ ঘোষণা করেন কামিন্স। গতকালই ফিটনেস টেস্ট দিয়েছিলেন অজি ব্যাটার। এরপরেই মেলে বক্সিং ডে টেস্ট খেলার গ্রিন সিগন্যাল।

ট্রাভিস হেড চলতি ভারত-অস্ট্রেলিয়া সিরিজের ৩টি টেস্টের ৫টি ইনিংসে ব্যাট করেছেন। করেছেন দুই দলের সব ক্রিকেটারের মধ্যে সব থেকে বেশি ৪০৯ রান। ব্যাটিং গড়টা অবিশ্বাস্য ৮১.৮০। ৯৪.২৩ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেছেন, যা অ্যাডিলেড ও ব্রিসবেনে অনেকটাই এগিয়ে রেখেছিল স্বাগতিকদের। সিরিজে ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরি করেছেন এখনও পর্যন্ত।

মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়া একাদশ

উসমান খোয়াজা, স্যাম কনস্টাস, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (ক্যাপ্টেন), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও স্কট বোল্যান্ড।

 

আরবি/এফআই

Link copied!