ঢাকা বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

মেসির ম্যাজিকের পরও ইন্টার মায়ামির বিদায়

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪, ১১:২৯ এএম

মেসির ম্যাজিকের পরও ইন্টার মায়ামির বিদায়

ফাইল ছবি

মেসির দুর্দান্ত গোলের পরও আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে দ্বিতীয় লেগে ৩-২ গোলে হেরে মেজর লিগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে মেসি, সুয়ারেজ, ও বুসকেতসের মায়ামির। এই পরাজয়ের ফলে ক্লাব ফুটবলে মেসির চলতি মৌসুমও শেষ হলো।

রোববার (১০ নভেম্বর) সকালে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে হওয়া ম্যাচে আটলান্টা ইউনাইটেডের মুখোমুখি হয় ইন্টার মায়ামি। ম্যাচটিতে ৩-২ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। মায়ামির হয়ে গোল দুটি করেন মাতিয়াস রোহা ও লিওনেল মেসি। আটলান্টার হয়ে তিনটি গোলের মধ্যে দুটি করেন জামাল থিয়ারে ও একটি গোল করেন বারতোজ সিলৎ।

ঘরের মাঠে ইন্টার মায়ামি ম্যাচের ১৭তম মিনিটে মাতিয়াস রোহাসের গোলে লিড নেয়। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। পরবর্তী তিন মিনিটে আটলান্টার সেনেগালিজ ফরোয়ার্ড জামাল থিয়ারে মাত্র জোড়া গোল করে দলটিকে লিড এনে নেন।

২-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি। এরপর বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৫তম মিনিটে মার্সেলো ভাইগান্টের ক্রস থেকে হেড দিয়ে গোল করে ম্যাচে সমতা ফেরান মেসি। কিন্তু ১০ মিনিট পর আবারো আটলান্টাকে লিড এনে দেন বারতোজ সিলৎসে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-২ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

এতে করে চলতি মৌসুমে যাত্রা থামলো মায়ামির। আটলান্টার এই জয় তাদের ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে অরল্যান্ডো সিটির মুখোমুখি দাঁড় করিয়েছে, যারা প্লে-অফের অন্য ম্যাচে শার্লটকে পরাজিত করেছে।

ম্যাচ শেষে ইন্টার মায়ামি কোচ জেরার্ডো মার্টিনো দলের প্রচেষ্টায় সন্তুষ্টি প্রকাশ করেছেন, তবে পরবর্তী প্লে-অফ অভিযানে উন্নতির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন।

আরবি/এফআই

Link copied!