ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

৪২ বছর বয়সে টি-টোয়েন্টিতে ফিরছেন জেমস অ্যান্ডারসন

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৫, ১০:৫৩ এএম

৪২ বছর বয়সে টি-টোয়েন্টিতে ফিরছেন জেমস অ্যান্ডারসন

ছবি: সংগৃহীত

৪২ বছর বয়সে টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরছেন ইংল্যান্ডের তারকা পেসার জেমস অ্যান্ডারসন! যদিও টি-টোয়েন্টি সাধারণত তরুণদের খেলা হিসেবে ধরা হয়, তবে অ্যান্ডারসন এ ধারণাকে চ্যালেঞ্জ করেই আবারও ফিরছেন।

ইংল্যান্ডের অন্যতম সেরা এই পেসার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় বলেছিলেন, তিনি ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন। এবার, নিজের পুরনো কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ারের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন। টেস্ট ক্রিকেটে ৭০৪ উইকেট শিকারি অ্যান্ডারসন আরও এক বছর ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলবেন এবং ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্ট টি-টোয়েন্টি প্রতিযোগিতাতেও অংশ নেবেন।

অ্যান্ডারসন জাতীয় দলের জার্সিতে অবসর নেওয়ার পর বড় কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে অংশ নেননি। ২৪ বছর আগে ২০০১ সালে ল্যাঙ্কাশায়ারের হয়ে তার অভিষেক হয়েছিল।

ল্যাঙ্কাশায়ারের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অ্যান্ডারসন পুরো মৌসুমে তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এবং এই সিদ্ধান্তে তারা অত্যন্ত আনন্দিত। গত বছরের জুনে ল্যাঙ্কাশায়ারের সাদা জার্সিতে নটিংহ্যামশায়ারের বিপক্ষে সাউথপোর্টে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন, যেখানে তিনি ৩৫ রানে ৭ উইকেট নেন। আর এবার এক দশক পর আবারও টি-টোয়েন্টিতে ফিরবেন এই কিংবদন্তি।

আরবি/এফআই

Link copied!