ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

জয় দিয়ে সূচনা ফরচুন বরিশালের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০৫:৪০ পিএম

জয় দিয়ে সূচনা ফরচুন বরিশালের

ছবি, সংগৃহীত

বিপিএলের উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশালের সামনে ১৯৮ রানের লক্ষ্য বেঁধে দিয়েছিল নবাগত দূর্বার রাজশাহী। তবে, জয় দিয়ে শুভ সূচনা করলো ফরচুন বরিশাল। ইয়াসির আলী রাব্বির ৪৭ বলে খেলা ৯৪ রানের দুর্দান্ত স্কোর ম্লান হয়ে গেলো মাহমুদউল্লাহ রিয়াদ এবং ফাহিম আশরাফের সামনে।

মিরপুরে প্রতিযোগিতামূলক ম্যাচ মানেই আলোচনায় উইকেটের ধরন। রোববার শুরু হওয়া বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরের আগেও আলোচনায় সেই উইকেট।

মাঠে নেমে শুরুতে কোণঠাসা ছিল ফরচুন বরিশাল। দলের দুই সেরা ব্যাটার, ওপেনার নাজমুল হোসেন শান্ত এবং তামিম ইকবাল চরম ব্যর্থতার পরিচয় দিলেও সপ্তম উইকেট জুটিতে মাহমুদউল্লাহ রিয়াদ ও পাকিস্তানি রিক্রুট ফাহিম আশরাফের দুটি ঝোড়ো ফিফটিতে ১১ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল।

আরবি/এস

Link copied!