তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ।
সোমবার (৯ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় মুখোমুখি হবে দু’দল। ইতোমধ্যেই সিরিজের আগের দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে স্বাগতিকরা। আজ তাই যে কোনো মূল্যে জয় চাইবে নিগার সুলতানা জ্যোতির দল।
বাংলাদেশ একাদশ: শোভনা মোস্তারী, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শারমিন আক্তার, ঝর্ণা আক্তার, জান্নাতুল ফেরদুস, জাহানারা আলম, রিতু মনি, নাহিদা আক্তার, সানজিদা আক্তার মেঘলা ও রাবেয়া খান।
আয়ারল্যান্ড একাদশ: অ্যামি হান্টার, গ্যাবি লুইস (অধিনায়ক), অরলা প্রেন্ডারগাস্ট, লিয়া পল, লরা ডেলানি, রেবেকা স্টোকেল, কুলটার রিলি, আর্লেন কেলি, অ্যালানা ডালজেল, ফ্রেয়া সার্জেন্ট ও অ্যামি ম্যাগুয়ার
উল্লেখ্য, ওয়ানডে সিরিজে আইরিশদের হোয়াইটওয়াশ করলেও টি-টোয়েন্টি সিরিজে এসে খেই হারায় স্বাগতিকরা। সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ১২ ও ৪৭ রানের ব্যানধানে হেরে যায় বাংলাদেশের মেয়েরা।
আপনার মতামত লিখুন :